আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আলোচনা করব "মোটর বাইকে পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয় কেন ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয় না?"
আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আলোচনা করব "মোটর বাইকে পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয় কেন ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয় না?"
এই প্রশ্নটা হয়তো অনেকের মাথায় ঘুরপাক খায়। অনেক হয়তো ভাবেন পেট্রোল থেকে তো ডিজেলের দাম কম ।তাহলে কেন ডিজেলের বদলে পেট্রল ব্যবহার করা হয়। যদিও এখনো কিছু পুরাতন মডেলের বাইকে ডিজেল ইঞ্জিন আছে। নিচে কয়েকটা পয়েন্ট উল্লেখ করা হলো যার মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন কেন মোটর বাইকে ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয় না
১.ডিজেল ইঞ্জিন আয়তন অনেক বড় এবং ভারী হয়।
২.পেট্রোল ইঞ্জিনের কার্বুরেটর যেখানে ছোট সেখানে ডিজেল ইঞ্জিনের ফুয়েল ইঞ্জেক্টর সাইজ অনেক বড় হয়।
৩.উচ্চ সংকোচন অনুপাত মানেই উচ্চ কম্পন।
২.পেট্রোল ইঞ্জিনের কার্বুরেটর যেখানে ছোট সেখানে ডিজেল ইঞ্জিনের ফুয়েল ইঞ্জেক্টর সাইজ অনেক বড় হয়।
৩.উচ্চ সংকোচন অনুপাত মানেই উচ্চ কম্পন।
৪.কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন চালু করা টা অনেক কঠিন এবং ঠান্ডা আবহাওয়ায় এটা অনেক বেশি ঝামেলা করে।
৫. পেট্রোল ইঞ্জিনের আরপিএম(RPM) বেশি টর্ক কম যেখানে ডিজেল ইঞ্জিনের আরপিএম(RPM) কম টর্ক বেশি।উচ্চ গতি পেতে হলে ডিজেল ইঞ্জিন এর তুলনায় পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়
৫. পেট্রোল ইঞ্জিনের আরপিএম(RPM) বেশি টর্ক কম যেখানে ডিজেল ইঞ্জিনের আরপিএম(RPM) কম টর্ক বেশি।উচ্চ গতি পেতে হলে ডিজেল ইঞ্জিন এর তুলনায় পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়
এই সমস্ত অসুবিধার কারণে ডিজেল ইঞ্জিন বাইকে ব্যবহার করা হয় না।
আশা করি সকলে বুঝতে পেরেছেন।
আশা করি সকলে বুঝতে পেরেছেন।
-আবদুল্লাহ আল নোমান
Post a Comment